• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

নির্মাণাধীন ভবনের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

  ১৮ জানুয়ারি ২০১৯, ১০:০৫

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনের বারান্দার ছাদ ধসে বজলু (৬০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ভবনের বারান্দার ঢালাইয়ের সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বজলু কুষ্টিয়া কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর গ্রামের ভাদু প্রামানিকের ছেলে।

ফায়ার সার্ভিস তিনঘণ্টা চেষ্টা চালিয়ে বজলুর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের বারান্দার ঢালাইয়ের কাজ চলছিল। হঠাৎ তা ধসে পড়ে। এতে বজলু নামের এক শ্রমিক ছাদের নিচে চাপা পড়ে মারা যান। আহত হন আরও পাঁচ নির্মাণ শ্রমিক। এরপর ফায়ার সার্ভিসের লোকজন তিনঘণ্টা চেষ্টা করে বজলুর মরদেহ উদ্ধার করে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন আরটিভি অনলাইনকে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটি দুর্ঘটনার কারণ সম্পর্কে দ্রুত প্রতিবেদন দেবেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে রেজাল্ট শিট আনতে গিয়ে শিশুর মৃত্যু
পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু
রাজধানীতে হিটস্ট্রোকে একজনের মৃত্যু
ছবি তুলতে গিয়ে আগ্নেয়গিরিতে পড়ে পর্যটকের মৃত্যু
X
Fresh