• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

নিখোঁজ ১৮ শ্রমিকের সন্ধান মিলেনি, পরিবারে মাতম

পাবনা প্রতিনিধি

  ১৭ জানুয়ারি ২০১৯, ১৮:১৮

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে ট্রলারডুবিতে পাবনার ভাঙ্গুড়া উপজেলার নিখোঁজ ১৮ মাটিকাটা শ্রমিকের গ্রামের বাড়িতে চলছে মাতম। এদিকে ঘটনার তিন দিন পার হয়ে গেলেও এখনও ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। সন্ধান মিলেনি নিখোঁজ ১৮ শ্রমিকের।

গেল মঙ্গলবার ভোরে গজারিয়া উপজেলার ষোলয়ানি এলাকার মেঘনা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় মাটিবোঝাই ট্রলারটি ডুবে যায়। এরপর ১৪ জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও ১৮ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। এই খবর নিখোঁজ শ্রমিকদের বাড়িতে পৌঁছার পর স্বজনরা বুকফাটা কান্নায় ভেঙে পড়েন।

নিখোঁজ ১৮ শ্রমিক হলেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মুন্ডুমালা গ্রামের গোলাই প্রামানিকের ছেলে ছোলেমান হোসেন, জব্বার ফকিরের ছেলে আলিফ হোসেন ও মোস্তফা ফকির, গোলবার হোসেনের ছেলে নাজমুল হোসেন, আব্দুল মজিদের ছেলে জাহিদ হোসেন, নুর ইসলামের ছেলে মানিক হোসেন, ছায়দার আলীর ছেলে তুহিন হোসেন, আলতাব হোসেনের ছেলে নাজমুল হোসেন, লয়ান ফকিরের ছেলে রফিকুল ইসলাম, দাসমরিচ গ্রামের মোশারফ হোসেনের ছেলে ওমর আলী ও মান্নাফ আলী, তোজিম মোল্লার ছেলে মোশারফ হোসেন, আয়ান প্রামানিকের ছেলে ইসমাইল হোসেন, সমাজ আলীর ছেলে রুহুল আমিন, মাদারবাড়িয়া গ্রামের আজগর আলীর ছেলে আজাদ হোসেন, চন্ডিপুর গ্রামের আমির খান ও আব্দুল লতিফের ছেলে হাচেন আলী ও উল্লাপাড়া উপজেলার গজাইল গ্রামের তোফজ্জল হোসেনের ছেলে রহমত আলী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মুন্ডুমালা, মাদারবাড়িয়া, চন্ডিপুর ও দাসমরিচ গ্রাম পরিণত হয়েছে শোকের গ্রামে। নিখোঁজ শ্রমিকদের বাড়িতে চলছে মাতম। কেউ বা সংসারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। আবার কেউবা স্বামীকে হারানোর সংবাদে আহাজারি করছেন। নিখোঁজ সন্তানের চিন্তায় বাবা-মায়ের আর্তনাদে ভারী হয়ে পড়েছে গ্রামের বাতাস। বাবা হারানো সন্তানদের সান্ত্বনা দেয়ার ভাষাও খুঁজে পাচ্ছেন না প্রতিবেশীরা। ভবিষ্যতের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে দরিদ্র পরিবারগুলো।