• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চাল আমদানির প্রয়োজন নেই: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি

  ১৭ জানুয়ারি ২০১৯, ১৩:২৯

দেশে পর্যাপ্ত চাল মজুদ আছে। আমদানির কোনও প্রয়োজন নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার সকালে নওগাঁর মহাদেবপুর খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

এসময় মন্ত্রী আরও বলেন, সারাদেশ থেকে চাল সংগ্রহ করা হবে। কিন্তু চালের মান ও ওজনের বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। এ বিষয়ে খাদ্য কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। খাদ্য বিভাগে দুর্নীতির কোনও সুযোগ নেই। সবাইকে পরিচ্ছন্নভাবে কাজ করতে হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও জেলা খাদ্যনিয়ন্ত্রক কামাল হোসেন।

বিকেলে সাপাহার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।

আরো পড়ুন:

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেয়ারবাজারের পতন ঠেকাতে নতুন নিয়ম চালু
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
মায়ের বান্ধবীকে বিয়ে, অন্তরঙ্গ ছবি প্রকাশ করে যা লিখলেন বিরসা
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
X
Fresh