• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আরটিভি অনলাইনের সংবাদে হাসি ফুটলো হাজারো কৃষকের মুখে

পলাশ সাহা, লক্ষ্মীপুর

  ১৬ জানুয়ারি ২০১৯, ১৫:০৫

‘আরটিভি অনলাইনে’ সংবাদ প্রকাশের একদিন পরেই লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাটের মেঘনা নদী সংলগ্ন রহমতখালী খালের ওপর নেভিগেশন লকসহ ১৪ ভেন্টের দুইটি রেগুলেটর সংস্কার কাজ শুরু হয়েছে। রেগুলেটরটি মেরামতের খবর পেয়ে হাসি ফুটেছে হাজারো কৃষকদের মুখে।

রেগুলেটর দুটি বিকল হয়ে বেশিরভাগ গেট বন্ধ থাকায় নদী থেকে পানি খালে প্রবেশ করতে পারছিল না। ফলে রোপণ করা যাচ্ছিল না ধানের চারা। এতে হাজার-হাজার কৃষক বিপাকে পড়েন।

গতকাল ১৫ জানুয়ারি আরটিভি অনলাইনে এ নিয়ে ‘রেগুলেটর বিকল, পানির অভাবে বোরো আবাদ ব্যাহত’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ হয়। এতে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে শুরু হয় রেগুলেটর সংস্কার কাজ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড রেগুলেটরের সংস্কার কাজ করছে। এটি মেরামতের খবর পেয়ে আশপাশের কৃষকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।