smc
logo
  • ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২০, ৬ কার্তিক ১৪২৭

খাগড়াছড়িতে জেএসএস নেতাকে গুলি করে হত্যা

  খাগড়াছড়ি প্রতিনিধি

|  ১৫ জানুয়ারি ২০১৯, ০৯:১৪
খাগড়াছড়ির রামগড় উপজেলায় এমএন লারমা সমর্থিত জনসংহতি সমিতির (জেএসএস) নেতা মোহন ত্রিপুরাকে (৩০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জগন্নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোহন ত্রিপুরা জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ) উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক।

জানা গেছে, রামগড়ের জগন্নাথপাড়ার বাসিন্দা প্রদেশ ত্রিপুরার বাড়িতে অন্যদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন জেএসএস নেতা মোহন ত্রিপুরা। এ সময় কতিপয় সশস্ত্র সন্ত্রাসী বাড়ির ভেতর ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রামগড় থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা বলেন, এ হত্যাকাণ্ডের জন্য পার্বত্য শান্তি চুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফের অস্ত্রধারী সন্ত্রাসীরাই দায়ী। তিনি মোহন ত্রিপুরা হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা বলেন, জেএসএস গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এই ঘটনার সঙ্গে আমাদের কোনও সম্পৃক্ততা নেই।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান আরটিভি অনলাইনকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

জেবি

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৯০২০৬ ৩০৫৫৯৯ ৫৬৮১
বিশ্ব ৪,০৩,৮২,৮৬২ ৩,০১,৬৯,০৫২ ১১,১৯,৭৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়