• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভোলায় বাজারে আগুন, ৩৩ দোকান পুড়ে ছাই

ভোলা প্রতিনিধি

  ১৩ জানুয়ারি ২০১৯, ১০:৫৯

ভোলার ইলিশা জংশন বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৩৩টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতির আশংকা করছেন ব্যবসায়ীরা

শনিবার রাত ৯টার দিকে পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজারের একাংশে আগুন লাগার ঘটনা ঘটে।

জানা যায়, বাজারের পূর্ব পাশে একটি ওয়ার্কশপে আগুন লাগার পরে সেটি আশপাশের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ অগ্নিকাণ্ডে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীদের দাবি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিয়া বলেন, অনেকে গুলো দোকান পুড়ে গেছে। ব্যবসাপ্রতিষ্ঠানের মালামালের নিরাপত্তায় রাতভর পুলিশ পাহারা দিয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
টঙ্গীতে আগুনে পুড়ল খাদ্যপণ্যের ১২ গুদাম
X
Fresh