• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেয়েদের বেশি না পড়াতে ওয়াদা নিলেন শফী

চট্টগ্রাম প্রতিনিধি

  ১২ জানুয়ারি ২০১৯, ১৭:২২

আপনাদের মেয়েদের স্কুল-কলেজে দেবেন না। বিয়ে দিলে স্বামীর টাকা-পয়সার যেন হিসেব করতে পারে এজন্য ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়াবেন। চিঠি লিখতে হবে স্বামীর কাছে। বেশি পড়ালে মেয়ে আপনাদের থাকবে না। অন্য পুরুষ টানাটানি করে নিয়ে যাবে। এই ওয়াজটা মনে রাখবেন। বললেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের আল জামিআতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে বার্ষিক মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় আহমদ শফী আরও বলেন, পত্র-পত্রিকায় দেখতেছেন কি হচ্ছে। আপনারা মেয়েকে ক্লাস এইট, নাইন, টেন, এমএ, বিএ পর্যন্ত পড়ালে ওই মেয়ে কিছুদিন পর আপনার মেয়ে থাকবে না। তাই আপনারা আমার সঙ্গে ওয়াদা করেন মেয়েদেরকে স্কুল-কলেজে পাঠাবেন না।

এসময় উপস্থিত ১৫ হাজারের অধিক মুসলমানদের তিনি ওয়াদা করান। উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানগণ হাত তুলে ওয়াদা করেন।