• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কোমরে ইয়াবা নিয়ে সাঁতরিয়ে নদী পার, বিজিবির গুলিতে নিহত ২

টেকনাফ প্রতিনিধি

  ১২ জানুয়ারি ২০১৯, ১০:৪৭

টেকনাফে সাঁতরিয়ে নাফ নদী পার হওয়ার সময় বিজিবির গুলিতে দুই দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এসময় বিপুল ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আজ শনিবার সকাল ১০টার দিকে নাফ নদীর রঙ্গিখালী পয়েন্ট থেকে এই দুই রোহিঙ্গা যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই মরদেহের কোমরে বাঁধা অবস্থায় প্রায় ৪৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুই ব্যক্তির নামপরিচয় পাওয়া যায়নি।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী জানান, ভোর ৩টার দিকে নাফ নদী পার হয়ে একদল রোহিঙ্গা ইয়াবা নিয়ে এপারে অনুপ্রবেশ করে। তাদের থামানোর সংকেত দিলে বিজিবির উপস্থিতি টের পেয়ে সাঁতরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিজিবি তাদের উপর গুলি করে।

তিনি আরও বলেন, পরে ঘটনাস্থল তল্লাশি করে দুইজনের গুলিবিদ্ধ লাশ মাটিতে পড়ে থাকতে দেখে টেকনাফ থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং ইয়াবাগুলো জব্দ করেছে।