• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সাভারে ইন্টারনেট ব্যবসা নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

সাভার প্রতিনিধি

  ১১ জানুয়ারি ২০১৯, ০৯:২২

সাভারে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগ নেতা রাসেল মাতবর ও পৌর যুবদল সহ-সভাপতি ইউনুছ পারভেজের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন সাতজন।

গতকাল বৃহস্পতিবার সকালে সাভারের শাহীবাগ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি রাতে জানাজানি হয়।

গুলিবিদ্ধরা হলেন সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মো. মতিন মিয়ার ছেলে এবং সাত নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. অপু আহমেদ (২৩), মজিদপুর মহল্লার মো. ইউনুসের ছেলে মো. ইসমাইল (২৭), মো. রেজাউল করিম (২৮), সুমাইয়া আক্তার (২২), ডলি আক্তার (৩৯), আলেয়া পারভীন (২৮) ও শরীফ (২৬)।

স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেছে।