• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি

  ১০ জানুয়ারি ২০১৯, ১৭:৪৮

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গৃহবধূ রোমেছা খাতুন হত্যা মামলায় স্বামী আব্দুস সবুর মোল্লাকে (৫২) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরার জেলা দায়রা ও জজ আদালতের (নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল) বিচারক সৈয়দ সাদিকুল ইসলাম তালুকদার এ রায় দেন। আসামি আব্দুস সবুর মোল্লা পলাতক রয়েছেন।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত সূত্র জানায়, কলারোয়া উপজেলার কুমারনাল গ্রামের মৃত মেহের আলি সরদারের মেয়ে রোমেছা খাতুনের সঙ্গে একই উপজেলার মুরারিকাটি গ্রামের আবুল কাসেম মোল্লার ছেলে আব্দুস সবুর মোল্লার বিয়ে হয়।

বিয়ের পরেই রোমেছা খাতুন জানতে পারেন তার স্বামীর আরেকজন স্ত্রী রয়েছে। এসময় আব্দুস সবুর প্রথম স্ত্রীকে রেখে রোমেছাকে নিয়ে মুরারিকাটি গ্রামে বাস করতেন।