• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মাদরাসা ছাত্রকে শিকল বেঁধে নির্যাতন, শিক্ষক পলাতক

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ১০ জানুয়ারি ২০১৯, ১৫:৫৭

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনায় ইয়াছিন আরাফাত নামে এক ছাত্রকে শিকলে বেঁধে নির্যাতন করার অভিযোগ ওঠেছে মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে পৌর শহরের পশ্চিম লাহারকান্দি এলাকায় রওযাতুল উলুম ইসলামিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। আহত ছাত্র পশ্চিম লাহারকান্দি গ্রামের আব্দুর লতিফের ছেলে।

নির্যাতনের ঘটনায় গুরুত্বর আহত ছাত্রকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আব্দুল কাদের ফয়েজী পলাতক রয়েছেন।

আহত ছাত্রের ভগ্নীপতি মো. সলিম জানান, হিফজুল কোরআন বিভাগের ছাত্র ইয়াছিন আরাফাত বেশ কিছু সমস্যার জন্য বর্তমান মাদরাসা থেকে অন্যত্র ভর্তি হতে চাইলে মাদরাসার শিক্ষক আব্দুল কাদের ক্ষিপ্ত হয়ে আরাফাতকে শিকলে বেঁধে অনেক মারপিট করে। পরে গুরুত্বর আহত অবস্থায় ওই ছাত্রকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

জেলা পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে সংশোধিত ফল প্রকাশ
প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফলে ত্রুটি, সংশোধিত ফল রাতেই
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
যুবকদের সিগারেট খেতে মানা করায় শিক্ষককে ছুরিকাঘাত
X
Fresh