• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

এ বছরের প্রবৃদ্ধি হবে হাইয়েস্ট গ্রোথ ইন দ্যা ওয়ার্ল্ড: অর্থমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি

  ১০ জানুয়ারি ২০১৯, ১৪:৫১

বিশ্বব্যাংক সবসময়ই আমাদের জিডিপি প্রবৃদ্ধির বিষয়ে পূর্বাভাস দিয়ে থাকে। তারা কখনোই এই প্রবৃদ্ধি সাড়ে ছয়ের কোটা পার করেনি। এবার তারাই বলছে সাত শতাংশের উপরে হবে। বললেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি।

এসময় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হওয়ার কোনও সম্ভবনা নেই। তবে আইনটির যাতে কোনও অপব্যবহার না হয় সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।

এর আগে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে অর্থমন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সালমান এফ রাহমান এমপি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বশার খায়ের, আওয়ামী লীগ নেতা সোলায়মান বিশ্বাস, এস এম ইলিয়াস হোসেন ও বাবুলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে বিচারকাজ অনলাইনে করতে প্রধান বিচারপতির কাছে চিঠি
আরটিভিতে আজ যা দেখবেন
ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি
প্রচণ্ড তাপপ্রবাহে আইনজীবীদের প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশনা
X
Fresh