• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাভারে আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১০

সাভার প্রতিনিধি

  ১০ জানুয়ারি ২০১৯, ১২:৫০

সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে ৫ম দিনের মতো আজ বৃহস্পতিবার সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছে তৈরি পোশাক শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে ভাংচুরের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ ও শ্রমিকসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার সকালে আশুলিয়ার জামগড়ার ছয়তলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারে বিভিন্ন পোশাক কারখানার সামনে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা যায়, সকালে শ্রমিকরা বিক্ষোভ করেন। এসময় সাভারের আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে এ সময় পুলিশসহ আহত হন অন্তত ১০ জন শ্রমিক। এ ঘটনার আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি পোশাক কারখানা।