• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বেড়েই চলেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট, দুর্ভোগ

কুমিল্লা প্রতিনিধি

  ১০ জানুয়ারি ২০১৯, ০৯:১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট বেড়েই চলেছে। যাত্রীরা পড়েছে মহাদুর্ভোগে।

বৃহস্পতিবার কাঁচপুর ব্রিজ থেকে কুমিল্লার দাউদকান্দির রামপুর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট দেখা যায়। কুমিল্লা থেকে ঢাকা যেতে দুই ঘণ্টার রাস্তায় সময় লাগছে ১০ থেকে ১২ ঘণ্টা।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের পর আমদানি-রপ্তানি পরিবহন বন্ধ থাকার পর অতিরিক্ত গাড়ির চাপ ও টানা ২ দিনে ধরে মহাসড়কের মেঘনা ও গোমতী সেতুতে গাড়ি আটকে থাকায় গেল মঙ্গলবার থেকে এ যানজটের সৃষ্টি হয়। পরে বুধবার ভোরে দুই দফায় মেঘনা ও গোমতী সেতুতে অতিরিক্ত মালবোঝাই ট্রাক ও কভার্ডভ্যানের এবং যাত্রীবাহী শ্যামলী পরিবহনের গাড়ি সেতুতে আটকে পড়ার কারণে কয়েকবার যানবাহন চলাচল বন্ধ থাকে। এ কারণেই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

এদিকে অনেকেই দীর্ঘ যানজটে আটকে অতিষ্ঠ হয়ে উঠেন। শীতের রাতে যানজটে আটকে পড়া যাত্রীদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুরা বেশি ভোগান্তিতে পড়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
মোরেলগঞ্জে স্টিলব্রিজের সঙ্গে আটকে গেলো বাস, যাত্রীদের দুর্ভোগ 
সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে ঢাকামুখী যানবাহনের চাপ 
X
Fresh