DMCA.com Protection Status
  • ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০১৯, ১১ বৈশাখ ১৪২৬

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

বগুড়া প্রতিনিধি
|  ০৯ জানুয়ারি ২০১৯, ২১:৪৮ | আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২২:২৩
বগুড়ায় সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় সদরের মানিকচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। 

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ মণ্ডল বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় শহরের দ্বিতীয় বাইপাস সড়কে মানিক চক নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই একজন নিহত হন। স্থানীয় লোকজন দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মেডিকেলে ভর্তি করানোর পর গুরুতর আহত শিশুসহ ২ জনের মৃত্যু হয়। বাকি আরও ৩ জন আহত ব্যক্তিকে মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। 

এমসি/এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়