DMCA.com Protection Status
  • ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০১৯, ১১ বৈশাখ ১৪২৬

নরসিংদীতে ট্রেনের ইঞ্জিন বিকল, তিন রুটে রেল যোগাযোগ বন্ধ

নরসিংদী প্রতিনিধি
|  ০৯ জানুয়ারি ২০১৯, ১৭:৩৪ | আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৮:১৪
নরসিংদীর ঘোড়াশালে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে ঢাকাগামী চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের সব ট্রেনের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
 
আজ বুধবার দুপুর দেড়টার দিকে কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। ট্রেন বিকল হওয়ার পর  দুর্ভোগে পড়ে যাত্রীরা।

জানা যায়,  দুপুর ১টার দিকে নরসিংদী থেকে ঢাকার উদ্দেশে ছাড়ে ট্রেনটি। পথে ঘোড়াশালে আসলে ইঞ্জিন বিকল হয়ে যায়।

নরসিংদী রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার এটিএম মুসা বলেন, কালনী এক্সপ্রেস ট্রেনটি পলাশ উপজেলার টান ঘোড়াশাল ও ঘোড়াশাল ফ্ল্যাগ রেল স্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে করে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের সব ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটি টেনে ঘোড়াশালে নিয়ে লাইনটি চালু করার চেষ্টা চলছে। ঢাকা থেকে ইঞ্জিন এনে বিকল ট্রেনটি সচল করা হবে।

আরো পড়ুন:

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়