• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিধবার ভাগ্য গড়লেন এসপি বিজয়

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৭ ডিসেম্বর ২০১৬, ১২:৫৮

বরগুনা পাথরঘাটার রূপধন গ্রামের সুরমা বেগম। মাত্র ১১ বছর বয়সে বিয়ে, ১৫ বছরে সন্তানের মা, আর ২০ বছরে হয়ে গেলেন বিধবা। গেলো বছর সাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের হাতে খুন হন তার স্বামী ইসমাইল। নিয়তির এমন চরম বিপর্যয়ে দু’ সন্তানকে নিয়ে জীবন যুদ্ধে নামে সুরমা। সরকারি ভিজিপি চাল ও প্রতিবেশীদের সহযোগিতায় খেয়ে না খেয়ে কোন মতে তার বেঁচে থাকা।

সুরমার এমন অসহায়ত্ত্বের কথা গণমাধ্যমে দেখে এগিয়ে আসেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক। রূপধন বাজারে সুরমাকে পূণর্বাসনের জন্য স্বাধীন স্টোর নামে একটি মুদি দোকান করে দেন।

গেলো ১৬ নভেম্বর রূপধন বাজারে নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে উদ্বোধন করা হয় স্বাধীন স্টোরের। হস্তান্তর করা হয় ৫ হাত প্রস্থ ও ৭ হাত দৈর্ঘের সুরমার নামে বরাদ্দকৃত পাকা দোকানের দলিলপত্র।

পুলিশের এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানায় স্থানীয়রা। অনেকে তাতে অনুপ্রাণিত হয়ে সুরমার প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেয়।এখন সুরমার একটাই স্বপ্ন মেয়েকে পড়ালেখা শিখিয়ে পুলিশ বানানো।

আরকে/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh