• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বড় ভাই হত্যায় ছোট ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

  ০৯ জানুয়ারি ২০১৯, ১২:২১

মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামে গিয়াস উদ্দীন হত্যা মামলায় তার ছোট ভাইকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ছোট ভাইয়ের বৌ ও ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার মেহেরপুরে জেলা জজ আদালতের বিচারক গাজী রহমান এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নিহত গিয়াস উদ্দীনের ছোট ভাই ছৈয়ফতুল্লাহ(৬২), তার স্ত্রী মর্জিনা খাতুন (৫২) ও ছেলে এহসানুল হক বাবু (২৮)।

রায়ের সময় দণ্ডিত তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের আদেশে তাদেরকে মেহেরপুর কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের আট এপ্রিল পারিবারিক কলহের জের ধরে বড় ভাই গিয়াস ও ছোট ভাই ছৈয়ফতুল্লাহর মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে গিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ছৈফতুল্লাহ, মর্জিনা খাতুন ও ছেলে এহসানুল।

এ ঘটনায় নয় এপ্রিল নিহতের স্ত্রী রাহেলা বেগম বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা করেন। পরে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। একই বছরের দুই আগস্ট আদালতে চার্জশিট দেন গাংনী থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মুরাদুল ইসলাম।

এই মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য প্রদান শেষে গতকাল মঙ্গলবার আদালত এই রায় দেন।

এই মামলায় সরকারি পক্ষের আইনজীবী ছিলেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট পল্লভ ভট্টাচার্য ও আসামিপক্ষের আইজীবী ছিলেন একরামূল হক হীরা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
দুদকের মামলায় সাবেক এমপি কাদের খানের চার বছরের কারাদণ্ড 
মিথ্যা পরিচয়ে বিয়ে, স্বামীসহ ৪ জনের যাবজ্জীবন
জাটকা ধরায় চাঁদপুরে আটক ৭ জেলের কারাদণ্ড
X
Fresh