• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হেমায়েতপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ২৫

সাভার প্রতিনিধি

  ০৮ জানুয়ারি ২০১৯, ১৪:৪৩

বেতন বৈষম্যের জের ধরে সাভারের হেমায়েতপুরে কয়েকটি কারখানার বিক্ষোভরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ ২৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় বাগবাড়ী এলাকায় এই শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।

শিল্প পুলিশ-১ এর পরিচালক শানা শামীনুর রহমান জানান, হেমায়েতপুরের পদ্মার মোড় বাগবাড়ী এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের শামস স্টাইল ওয়্যারস লিমিটেডের শ্রমিকরা সকালে কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে।

একপর্যায়ে তাদের সঙ্গে পার্শ্ববর্তী আরও কয়েকটি কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন। পরে তারা হেমায়েতপুর-শ্যামপুর সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে অবরোধ করতে চেষ্টা করলে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসময় লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে। সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়া, লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনায় পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলেও জানিয়েছেন শানা শামীনুর রহমান।

আরো পড়ুন:

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৯ 
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত ৬
দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা নিক্ষেপ
X
Fresh