• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পাঁচ মিনিটেই বিদ্যুতের সংযোগ

জয়পুরহাট প্রতিনিধি

  ০৮ জানুয়ারি ২০১৯, ১২:৩৪

জয়পুরহাটে পাঁচ মিনিটের মধ্যেই গ্রাহক পাচ্ছে বিদ্যুতের সংযোগ। টাকা ও মাসের পর মাস ধরনা দিয়েও যেখানে বিদ্যুতের সংযোগ পাওয়া যেত না, সেখানে মুহূর্তের মধ্যেই বিদ্যুতের সংযোগ পেয়ে খুশি গ্রাহকরা।

যে এলাকাগুলোতে বিদ্যুতের আলোর অভাবে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারত না। কুপি ও মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতে হত, এখন সেখানে মাত্র পাঁচ মিনিটেই ঘরে বসে সহজেই গ্রাহক পাচ্ছে বিদ্যুতের লাইন।

জেলার সকল এলাকা শতভাগ বিদ্যুতের আওতায় আনার লক্ষ্যে পল্লী বিদ্যুৎ দুয়ার মিটারিং কার্যক্রমের আওতায় রাতের বেলা সাধারণ মানুষের বাড়ি বাড়ি ঘুরে পৌঁছে দেয়া হচ্ছে পল্লী বিদ্যুতের সংযোগ ও মিটার।

গেল রোববার জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন করেন জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবিউল হক।

এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি জোনাল অফিসের ডিজিএম গোবিন্দ চন্দ্র দাস, আক্কেলপুর পল্লী বিদ্যুতের ডিজিএম ইয়াকুব আলী, কালাই অফিসের এজিএম কাউছার হোসেন, পাচঁবিবি অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার এন্তাজুল ইসলাম ও জিয়াউর রহমান প্রমুখ।

উদ্বোধনের প্রথম দিনেই মাত্র পাঁচ মিনিটে ৭০ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়।

আরো পড়ুন:

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কত টনের এসিতে কত বিদ্যুৎ বিল
শূন্যপদে পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
লোডশেডিং নিয়ে যা জানালেন বিদ্যুৎসচিব
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
X
Fresh