• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আজ ফেলানী হত্যার আট বছর

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি

  ০৭ জানুয়ারি ২০১৯, ১২:৪৫

আজ সাত জানুয়ারি। আজ কুড়িগ্রাম সীমান্তে ফেলানী হত্যার আট বছর। ২০১১ সালের আজকের এই দিনেই কুড়িগ্রামের ফুলবাড়ীর রামখানা অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয় ফেলানী।

দীর্ঘ সাড়ে চার ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকে ফেলানীর মরদেহ। এই ঘটনায় গণমাধ্যমসহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত।

তবু বিএসএফের বিশেষ কোর্টে দুই দফায় বিচারিক রায়ে খালাস দেয়া হয় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে। এ রায় প্রত্যাখ্যান করে ভারতীয় মানবাধিকার সংগঠন ‘মাসুমে’র সহযোগিতায় ভারতীয় সুপ্রিমকোর্টে রিট আবেদন করে ফেলানীর পরিবার।

ঘটনার দিনটি ছিল শুক্রবার। এদিন ভোর ছয়টার দিকে ফুলবাড়ির অনন্তপুর সীমান্ত টপকে নিজ বাড়িতে ফেরার পথে বিএসএফের গুলিতে আধঘণ্টা ছটফট করে কাঁটাতারে ঝুলে নির্মমভাবে মৃত্যু হয় ফেলানীর। এরপর প্রায় সাড়ে চার ঘণ্টা কাঁটাতারের উপরেই ঝুলে থাকে ফেলানীর মরদেহ।