• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতার বাবা নিহত

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

  ০৬ জানুয়ারি ২০১৯, ০৯:৫২

কুষ্টিয়া সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মইনুদ্দিন বিশ্বাস (৬০)। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার বাবা।

আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফার সঙ্গে একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার স্বপন মাস্টার এর দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। তাদের কর্মী-সমর্থকদের মধ্যে মাঝে মাঝেই সংঘর্ষের ঘটনা ঘটে। ইতোমধ্যে পুলিশের মধ্যস্থতায় মীমাংসাও হলেও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল থেকে উভয় পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নেয়। আজ সকালে লোকজনের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন চেয়ারম্যান স্বপন মাস্টার গ্রুপের মইনুদ্দিন বিশ্বাস। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক শাকিল হাসান জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

আরো পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল
ইজারা নিয়ে সংঘর্ষের আশঙ্কায় ছাতকে ১৪৪ ধারা জারি 
X
Fresh