• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে যুবক নিহত

বরিশাল প্রতিনিধি

  ০৬ জানুয়ারি ২০১৯, ০৯:১৮
ফাইল ছবি

বরিশালের মেঘনা নদীর মোহনায় দুটি লঞ্চের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার মধ্যরাতে জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব পালোয়ান (২০) মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের রাজ্জাক পালোয়ানের ছেলে।

অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সুপারভাইজার মাসুদ জানান, রাতে যাত্রী নিয়ে বরিশাল নদীবন্দর থেকে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। পানি কম থাকায় মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ সংলগ্ন মেঘনা নদী তীরে লঞ্চটি নোঙ্গর করে রাখা হয়। রাত দেড়টার দিকে বরগুনা থেকে ঢাকাগামী সুন্দরবন-৬ নামের অপর একটি লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ লঞ্চকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

বরিশাল সদর নৌ-থানার সহকারী এএসআই মো. কবির জানান, লঞ্চের দুর্ঘটনায় আহত যাত্রীদের বরিশালগামী অ্যাডভেঞ্চার-১ লঞ্চে তুলে দেয়া হয়। পরে রোববার সকালে তাদের বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh