• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এক মাছের দাম আড়াই লাখ টাকা

টেকনাফ প্রতিনিধি

  ০৫ জানুয়ারি ২০১৯, ২০:২৭

কক্সবাজারের টেকনাফে জেলেদের জালে আটকা পড়েছে বিশাল এক লাল পোয়া মাছ। মাছটির ওজন ৩৫ কেজি।

শনিবার বিকেলে সাগরে মাছটি ধরা পড়ে। এ মাছটি বিক্রি করা হয় আড়াই লাখ টাকায়।

জেলেরা জানান, শনিবার ভোরে দ্বীপের বাসিন্দা আবদুল গণি মাঝিসহ অন্যান্য জেলেরা প্রতিদিনের মতো বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যান। সাগরে জাল ফেলার দীর্ঘ সময়ের পর বিকেলে জাল তুললে একটি বড় লাল পোয়া মাছ পাওয়া যায়। মাছটির ওজন ৩৫ কেজি। মাছটি নিয়ে দ্বীপের জেটি ঘাটে ফিরে আসার পর উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে মাছটি আড়াই লাখ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী আবদুর শুক্কুর।
আবদুর শুক্কুর তিনি বলেন, মাছটি জেলেদের কাছ থেকে আড়াই লাখ টাকায় ক্রয় করেন। চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছে মাছটি বেশি টাকায় বিক্রি করার জন্য যোগাযোগ চলছে।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, পোয়া মাছের পেটের ভেতর পদনা নামে বিশেষ অংশ থাকে। স্থানীয় ভাষায় এটাকে ফুলা বলে, যা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এই পদনা শুকিয়ে ওষুধের কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি করা হয়। ফলে পোয়া মাছের চাহিদা বেশি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সামুদ্রিক কালো পোয়া দুটি বিক্রি হলো ১ লাখ ২৪ হাজারে 
X
Fresh