• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কুয়াকাটায় ১৪ ডাকাত আটক, ৪ অপহৃত উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট, কক্সবাজার

  ০৬ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৫

পটুয়াখালীর কুয়াকাটায় গভীর সমুদ্র থেকে ১৪ ডাকাতকে আটক করেছে নৌবাহিনী। এসময় কক্সবাজারের ৩ অপহৃতসহ ৪ জেলেকে উদ্ধার করা হয়।সোমবার রাতে এ ঘটনা ঘটে। আটক ডাকাত এবং উদ্ধার হওয়া জেলে ও বোট পটুয়াখালীর মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার রাতে নৌবাহিনীর তিস্তা নামের জাহাজ পটুয়াখালীর কুয়াকাটায় গভীর সমুদ্রে টহল দেয়ার সময় ইঞ্জিনচালিত ফিশিং বোট ‘এফবি নার্গিস’র গতিবিধি সন্দেহজনক হওয়ায় ধাওয়া করে। এসময় নৌ-সদস্যদের উপস্থিতি টের পেয়ে ফিশিং বোটটিতে অবস্থানরত ডাকাতরা তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র পানিতে ফেলে দেয়।

পরে নৌবাহিনী সদস্যরা বোট থেকে ১৪ জন ডাকাতকে আটক এবং অপহৃত ৪ জেলেকে উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেরা হলেন মহেশখালীর মো. আবুল কালাম (৫০) এবং মো. করিম (৪০), মাদারীপুরের মো. আইয়ুব আলী (৪৫) এবং কক্সবাজার সদরের মো শফিউল কাদের (৪০)।

অন্যদিকে আটক ডাকাতরা হলেন জসিম উদ্দিন (৩০), মানিক মিয়া (৫০), মিজানুর রহমান (২৮), খালেদ হাসান (২০), আজগর হোসেন (২২) মোঃ শহিদ (১৮) মো. ইউনুস, মো. ইয়াহিয়া (৩০), আবু আহমদ (৩৫), নেছারুল ইসলাম (১৮), এনায়েত আলী (২৫), মোঃ আরিফুল ইসলাম (২৫), মো. কায়সার (২২) এবং মো. মিজান (১৮)।

এসএস/এসজেড

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh