• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় গ্যাসের আগুনে দগ্ধ ৫

কুষ্টিয়া প্রতিনিধি

  ০৫ জানুয়ারি ২০১৯, ১৭:৫৫

কুষ্টিয়া শহরে একটি মাদরাসার ক্যান্টিনে গ্যাসের আগুনে চার শিক্ষার্থীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার রাত নয়টার দিকে শহরের থানা পাড়ার মোমতাজুল উলূম মাদরাসার ক্যান্টিনে এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় দগ্ধরা হলেন ক্যান্টিনের বাবুর্চি ফুলবাস (৫৫), শিক্ষার্থী তানভীর (১৩), নাঈম (১৫), মহিবুল (১৬) ও ইমরান (১৫)।

মোমতাজ উল উলুম মাদরাসার অধ্যক্ষ আরিফুজ্জামান আরটিভি অনলাইনকে জানান, শুক্রবার আনুমানিক রাত নয়টার দিকে মাদরাসার আবাসিক শিক্ষার্থীদের জন্য খাবার রান্নার জন্য বাবুর্চি চুলা জ্বালানোর চেষ্টা করছিলেন।

সিলিন্ডার চালু থাকলেও চুলার সমস্যার কারণে আগুন জ্বলছিল না। এরই একপর্যায়ে দিয়াশলাইয়ের কাঠি জ্বালালে ঘনীভূত গ্যাসে সারা রান্নাঘরে আগুন জ্বলে যায়। এসময় রাতের খাবার সংগ্রহ করতে আসা চার শিক্ষার্থী ও রাধুনি অগ্নিদগ্ধ হন। পরে অগ্নিদগ্ধ পাঁচজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক রাকিবুল হোসেন জানান, শরীরের বাইরের অংশ দগ্ধ হওয়ায় পাঁচজনই বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
দগ্ধ শিশু লামিয়াও বেঁচে রইল না
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
টঙ্গীতে আগুনে পুড়ল খাদ্যপণ্যের ১২ গুদাম
X
Fresh