• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বাড়ির পাশে শতবর্ষী বৃদ্ধার গলাকাটা মরদেহ

নড়াইল প্রতিনিধি

  ০৫ জানুয়ারি ২০১৯, ১৬:১৬

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাড়ির পাশের পুকুর পাড় থেকে পঁচানব্বই বছর বয়সী এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল-বাগডাঙ্গা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত বৃদ্ধা নারীর নাম হাজেরা বেগম। তিনি ওই গ্রামের মৃত আমীর হোসেন খানের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস আরটিভি অনলাইনকে জানান, শনিবার ভোরে স্থানীয় লোকজন হাজেরার মরদেহ বাড়ির পাশের পুকুর পাড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, নিহত হাজেরার দুই ছেলে লুৎফার রহমান খান ও অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আকরাম হোসেন খান। তাদের সঙ্গে জমি নিয়ে চাচাতো ভাই আবুল কালাম আজাদের দ্বন্দ্ব ছিল। দুই থেকে তিন মাস আগে আবুল কালাম ও তার লোকজন পুলিশ কনস্টেবল আকরাম হোসেনকে পিটিয়ে জখম করে। ধারণা করা হচ্ছে এই বিরোধের জের ধরে হাজেরা বেগম খুন হতে পারেন।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হবে বলেও আশা প্রকাশ করেন ওসি।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাসড়কের পাশে পড়ে ছিল হাতির মরদেহ
চাঁদপুরে পৃথক ঘটনায় ২ মরদেহ উদ্ধার
জমি দখলের চেষ্টা চেয়ারম্যানের, বাবা-ছেলে জেলহাজতে
বিকালে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, পরের দিন মিলল গৃহবধূর মরদেহ
X
Fresh