• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রাঙামাটিতে জেএসএস গ্রুপের কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি

  ০৫ জানুয়ারি ২০১৯, ০৮:৪৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাবুপাড়ায় একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম বসু চাকমা (৪৫)। তিনি জেএসএস (এমএনলারমা) গ্রুপের সক্রিয় কর্মী। নিহতের মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তবে শনিবার সকাল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা কাউকে আটক করা হয়নি।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্স (ওসি) মনজুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাবুপাড়া কমিউনিটি সেন্টারের পাশে জ্যোতি প্রভা চাকমা নামে এক ব্যক্তির বাড়িতে খাবার খাচ্ছিলেন বসু চাকমা। এ সময় একদল সশস্ত্র লোক গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি এক নলা বন্দুক, একটি কার্তুজ ও নয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।এই ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি।

জেএসএস (এমএনলারমা) তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা চুক্তি বাস্তবায়নের স্বার্থে নৌকা প্রতীকের সমর্থনে কাজ করেছি। সন্তু লারমার জেএসএস সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করলে ইউপিডিএফ তাদের সমর্থন দেয়। আমরা ধারণা করছি এই দু’টি গ্রুপ এক হয়ে কিংবা দুই গ্রুপের যেকোনো একটি গ্রুপ এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।

এমসি / এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
সাজেকে ইউপিডিএফের অবরোধ পালিত
সাজেকে ইউপিডিএফের ২ সদস্য নিহত
X
Fresh