DMCA.com Protection Status
  • ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯, ৬ বৈশাখ ১৪২৬

নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় নিহত ২

সাভার প্রতিনিধি
|  ০৪ জানুয়ারি ২০১৯, ১৩:৪৩ | আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৪:১২
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় নিয়ন্ত্রণহীন বালুবোঝাই ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জিরাবো ইটখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘাতক ট্রাকটি জব্ধ করা হলেও তার চালক পালিয়ে গেছে।

নিহতদের মধ্যে মৌসুমি আক্তার (২২) নামে  একজনের নাম জানা গেছে। তিনি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বাসিন্দা। তবে নিহত রিকশা চালকের নাম জানা যায়নি। আহতরা হলেন ফরহাদ আলী (২৫), জাহের আলী (৬০) ও চান্দু বিবি (৬৫)।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম আরটিভি অনলাইনকে জানান, সকালে দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রাক আশুলিয়া থেকে বাইপাইলের দিকে আসছিল।

ট্রাকটি জিরাবো ইটখোলা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিকশা চালক ও পথচারীদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই রিকশা চালক মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে পাঠানো হয়। 

নারী ও স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এসকে আবু জাফর আরটিভি অনলাইনকে  জানান, সকালে সড়ক দুর্ঘটনায় আহত দুই নারীসহ চারজনকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই মৌসুমি নামের এক নারী মারা যান। গুরুতর আহত হওয়ায় বাকি তিনজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন : 

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়