• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ছিনতাইকারীর বাধায় প্রাণ গেল অসুস্থ শিশুর

গাজীপুর প্রতিনিধি

  ০৩ জানুয়ারি ২০১৯, ১২:৫২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ছিনতাইকারীর বাধায় প্রাণ গেল আট মাস বয়সী অসুস্থ শিশুর।

অসুস্থ শিশু জামিলাকে বাবা-মা অটোরিকশায় হাসপাতালে নেয়ার পথে ছিনতাইকারীরা গতিরোধ করে ছিনিয়ে নেয় টাকা, মোবাইল ফোন ও অলংকার। এতে দ্রুত হাসপাতালে নিতে না পারায় ঘটনাস্থলেই মারা যায় শিশু জামিলা।

ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পলানপাড়ায়। জামিলা সিরাজগঞ্জের উল্লাপাড়ার হানিফ মিয়ার মেয়ে।

প্রতিবেশী শাহনাজ বেগম জানান, মঙ্গলবার রাতে জামিলা অসুস্থ হয়ে পড়ে। বুধবার ভোরে মুমূর্ষু অবস্থায় তাকে অটোরিকশায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পলানপাড়ায় ৫-৬ ছিনতাইকারী দা, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের অটোরিকশাটি গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা তাদের কাছ থেকে লুটে নেয় স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন। এতে দ্রুত হাসপাতালে নিতে না পারায় ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। পরে দুপুর ১২টার দিকে হারিণহাটিতে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, বিষয়টি আমার জানা নেই। এরকম কোনও অভিযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল চুয়েট
ডেমরায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
নাটোরে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু
ঢাবির সুইমিং পুলে ছাত্রের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
X
Fresh