• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মেহেরপুরে ‘দুপক্ষের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী’ নিহত

মেহেরপুর প্রতিনিধি

  ০৩ জানুয়ারি ২০১৯, ০৯:৩৯

মেহেরপুরের সীমান্তবর্তী বুড়িপোতা গ্রামের মাঠে মাদক ব্যবসায়ী দু’পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা তিনি মাদক ব্যবসায়ী।

আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান আরটিভি অনলাইনকে বলেন, ভারতীয় সীমান্তবর্তী বুড়িপোতা গ্রামের মাঠে মাদক ব্যবসায়ী দু’পক্ষের মধ্যে গুলাগুলির খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলের আশপাশে তল্লাশি শুরু করে। এসময় সেখান থেকে অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ ও মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ধারণা দিয়ে ওসি আরও বলেন, এ বিষয়ে রাতেই সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কারা গোলাগুলির সঙ্গে জড়িত তা চিহ্নিত করে তাদেরকে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
ধান খেয়েছে হাঁস, মারামারিতে নিহত ১
X
Fresh