• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফরিদপুরে নৌকায় ভোট দেয়ায় ৮৪টি বাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জানুয়ারি ২০১৯, ২৩:৫৩

নৌকায় ভোট দেয়ায় ৮৪টি বাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগ করেছেন ফরিদপুর- ৪ আসনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী কাজী জাফরউল্লাহ।

বুধবার দুপুরে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

জাফরউল্লাহ বলেন, বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের নির্দেশে তার কর্মী-সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। ফরিদপুর-৪ আসনের মানুষ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) এখনও স্বতন্ত্র প্রার্থী ও তার ‘গুণ্ডা বাহিনীর’ ভয়ে নিরাপত্তাহীনতায় রয়েছে।

তিনি উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙ্গায় নির্বাচনী জনসভায় নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। এ অঞ্চলের মানুষ নেত্রীর কথায় নৌকায় ভোট দিয়েছিল। এখন এই ভোট দেয়াটাই যেন পাপ হয়ে দাঁড়িয়েছে।