তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা চার দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
যা গত তিন দিনের চেয়ে অনেকটা কমেছে। তবে সকাল সকাল মিলেছে সূর্যের দেখা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক মো. সামিউজ্জামান বলেন, বুধবার সকাল নয়টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত মঙ্গলবার সকাল নয়টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং তার আগের দিন সোমবার সকাল নয়টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাতভর হিমেল বাতাস থাকার কারণে তাপমাত্রা কমে যাচ্ছে বলে জানান তিনি।
আরো পড়ুন :
জেবি