• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ধানের শীষে কোনও ভোট পড়েনি যে দুটি কেন্দ্রে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ ডিসেম্বর ২০১৮, ২১:৩৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি কেন্দ্রে ধানের শীষে কোনও ভোট পড়েনি। এর মধ্যে একটি হলো- সুনামগঞ্জ-১ আসনের (ধরমপাশা, তাহিরপুর, জামালগঞ্জ) জামালগঞ্জ উপজেলার লম্বাবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র এবং অন্যটি একই উপজেলার আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শামিম আল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, লম্বাবাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ২ হাজার ৭৫২টি। এর মধ্যে ভোট পড়েছে ২ হাজার ৫১৯টি, বাতিল হয়েছে ৮টি। এখানে ধানের শীষের প্রার্থীসহ আরও চারজন প্রার্থী থাকলেও তারা কোনও ভোট পাননি।

এ সম্পর্কে লম্বাবাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গোপেন্দ্র চন্দ্র দাস বলেন,আমি কি করব বলেন, ধানের শীষের কোনও ব্যালট তো পাইনি। গুণে দেখি সব ভোটই পড়েছে নৌকা মার্কায়।

অন্যদিকে আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ হাজার ৮৮৭টি যাতে নৌকায় পড়েছে ১ হাজার ৮৪৯টি। বাকি ৩৮ ভোট পেয়েছেন অন্যরা। তবে ধানের শীষে কোনও ভোট পড়েনি।

ডি/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
'ভারতের আইনশৃঙ্খলার দায়িত্ব এখন নির্বাচন কমিশনের হাতে'
অবশেষে সাকিব ইস্যুতে মুখ খুললেন ওবায়দুল কাদের
চোরাই কয়লা আনতে গিয়ে পাথরচাপায় ২ শ্রমিক নিহত
ইসলামবিদ্বেষ ঠেকাতে জাতিসংঘে প্রস্তাব পাস, পক্ষে ভোট বাংলাদেশের
X
Fresh