• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

যুবদল নেতার বাড়ির পাশ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ফেনী প্রতিনিধি

  ২৯ ডিসেম্বর ২০১৮, ১২:৫৭

ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলমের বাড়ির পাশ থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার উত্তর চর চান্দিয়া গ্রাম থেকে র‌্যাবের সদস্যরা এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার পরিকল্পনায় দুর্বৃত্তরা অস্ত্র ও গোলাবারুদ মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব।

অভিযানকালে যুবদল নেতা খুরশিদ আলমের বাড়ির পাশের পরিত্যক্ত একটি ঘর থেকে ১০টি অত্যাধুনিক অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব অস্ত্রের মধ্যে আটটি বিদেশি অস্ত্র, একটি পাইপগান, একটি শটগান ও ৩০ রাউন্ড গুলি রয়েছে।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
মাথায় গুলি চালিয়ে আনসার সদস্যের আত্মহত্যার অভিযোগ
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
নাফ নদীতে বিজিপির গুলি, গুলিবিদ্ধ ২ বাংলাদেশি
X
Fresh