DMCA.com Protection Status
  • ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯, ৬ বৈশাখ ১৪২৬

বাস থেকে নামতে গিয়ে দুই পোশাক শ্রমিক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
|  ২৯ ডিসেম্বর ২০১৮, ১১:০৬ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১২:১৫
চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে বাসের চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। শ্রমিক পরবহনকারী একটি বাস থেকে নামার সময় অপর একটি বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার পর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন।বিক্ষুব্ধ শ্রমিকরা একটি বাসে আগুন দিয়েছে। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লতিফ (৪০) ও মো. ইকবাল (২৮)। মো. ইকবাল লোহাগাড়া থানার মো. শামসুল ইসলামের ছেলে আর লতিফের বাড়ি খুলনা বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর জহিরুল হক ভুঁইয়া আরটিভি অনলাইনকে জানান, আনোয়ারা কোরিয়ান ইপিজেডে পোশাক শ্রমিকদের পরিবহনকারী দুটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোরিয়ান ইপিজেডের ইয়ংওয়ান পোশাক কারখানার শ্রমিকরা গাড়ি থেকে নামার সময় অপর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপর তুলে দিলে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে স্থানীয় সূত্র জানান, কোরিয়ান ইপিজেডের ইয়ংওয়ান পোশাক কারখানায় শ্রমিকদের বহনকারী গাড়িগুলো প্রবেশের সময় জ্যাকেট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা একটি বাসে আগুন দিয়েছে।

আরও পড়ুন :

জেবি/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়