• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফরিদপুরে আগুনে পুড়লো ১৩ দোকান

ফরিদপুর প্রতিনিধি

  ২৮ ডিসেম্বর ২০১৮, ১২:৩৮

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। শুক্রবার ভোররাতে উপজেলার সাড়ে সাতরশি বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, আউয়াল মুন্সী, চিত্ত বণিক, নরেশ সাহা, করিম মুন্সী, গোবিন্দ বণিক, পরান সাহা, রামকৃষ্ণ বণিক, আমিনুর মুন্সী, লক্ষণ সাহা, দুলাল সাহা, গোবিন্দ সাহা, শংকর সাহা ও বেলায়েত হোসেন।

ফরিদপুরের ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সাইফুজ্জামান বলেন, শুক্রবার ভোর রাত তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে প্রথমে বাজারে থাকা নৈশ প্রহরীরা টের পায়। পরে মাইকিংয়ের মাধ্যমে খবর ছড়িয়ে দেয়া হয়। খবর পেয়ে ওই সময় বাজারের আশপাশের শতশত লোকজন ছুটে আসে।অপরদিকে সদরপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রথমে সদরপুর, পরে ভাঙ্গা, ফরিদপুরের অগ্নিনির্বাপক টিম এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।

তিনি জানান, আমাদের তিনটি ইউনিটের ৩০ জন সদস্য আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।