• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আগুনে পুড়ে ছাই কলোনির ১৮৩ কক্ষ

গাজীপুর প্রতিনিধি

  ২৭ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৮

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় একটি কলোনির ১৫টি ঘরের ১৮৩টি কক্ষ পুড়ে গেছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ভোরে সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকার আনোয়ারা বেগমের মালিকানাধীন কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সাভার ইপিজেট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আক্তারুজ্জামান জানান, বৃহস্পতিবার ভোররাতে আলী হোসেন নামে এক ব্যক্তির কক্ষে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন মুহূর্তেই আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সাভার ইপিজেট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ১৫টি ঘরের ১৮৩টি কক্ষ পুড়ে যায়।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
X
Fresh