• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খাগড়াছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে নিহত ২

খাগড়াছড়ি সংবাদদাতা

  ২৪ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৮

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পুজগাং এলাকায় দুইপক্ষের গোলাগুলিতে এক নির্মাণ শ্রমিকসহ ২ জন নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পার্বত্য চট্টগ্রামের বিবদমান দুই আঞ্চলিক রাজনৈতিক দলের সশস্ত্র গ্রুপের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে। সোমবার দুপুর আনুমানিক বেলা সোয়া ১২টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে।

খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ পুজগাংমুখ উচ্চ বিদ্যালয়ের পাশের জমি থেকে মো. সোহেল রানা (৩২) ও উজ্জ্বলকান্তি চাকমা চিক্কু (৩০) নামের দুইজনের মৃতদেহ উদ্ধার করে।

জানা গেছে, সোহেল রানা ওই সড়কের নির্মাণ শ্রমিক এবং উজ্জ্বলকান্তি চাকমা (৩০) লোগাং এলাকার রত্নকান্তি চাকমার ছেলে। তাদের দুজনেরই মাথা ও শরীরে গুলি লেগেছে। নির্মাণ শ্রমিক সোহেল রানার বাড়ি চট্টগ্রামের দোহাজারী।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম ২ জন নিহতের কথা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে বেশ কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

ইউপিডিএফ দাবি করেছে, জনসংহতি সমিতির সংস্কারপন্থী সন্ত্রাসীদের হামলায় দুজন সাধারণ পাহাড়ি ও বাঙালি নিহত হয়েছে। এসময় তাদের নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়া হয় বলে দাবি করা হলেও পুলিশ তা অস্বীকার করেছে।

তাদেরকে জড়িয়ে ইউপিডিএফ এর অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে জনসংহতি সমিতি (এমএন লারমা)।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
দাঁড়িয়ে থাকা গাড়িকে পিকআপের ধাক্কা, নিহত ২
মাদক-আধিপত্য নিয়ে দ্বন্দ্বে খুন হন ফয়সাল, গ্রেপ্তার ১০
চালকলের বয়লার বিস্ফোরণে শিশুসহ নিহত ২
X
Fresh