• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বন কর্মকর্তাদের সামনেই পিটিয়ে চিতাবাঘ হত্যা

পঞ্চগড় প্রতিনিধি

  ২৩ ডিসেম্বর ২০১৮, ১২:০৮

পঞ্চগড়ের বোদা উপজেলায় পুলিশ ও বন কর্মকর্তার উপস্থিতিতেই একটি চিতাবাঘকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

শনিবার সন্ধ্যায় উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার সকালে বোদা উপজেলার ঝলই শালশিরি এলাকায় বাঘটি দেখতে পায় স্থানীয় কয়েক শিশু। পরে তারা বিষয়টি জানালে লোকজন লাঠি নিয়ে বাঘটিকে ধাওয়া দেয়। তাড়া খেয়ে বাঘটি স্থানীয় পাথরাজ নদীর পাশে একটি ঝোপে আশ্রয় নেয়। দুপুর থেকে লোকজন চারদিকে থেকে ঘিরে রাখায় বাঘটি আর পালাতে পারেনি। পরে এলাকাবাসী নিজেদের সুরক্ষার কথা ভেবে ওই বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে।

বোদা উপজেলা বন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ভারত থেকে চিতাবাঘটি বাংলাদেশে প্রবেশ করেছিল বলে ধারণা করা হচ্ছে। আমরা কৌশলে বাঘটিকে ধরার চেষ্টার করছিলাম। তার আগেই পালানোর সময় স্থানীয় লোকজন বাঘটিকে পিটিয়ে হত্যা করে। আমরা বাধা দিয়েও বাঁচাতে পারিনি।

বোদা থানা পুলিশের ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান বলেন, সন্ধ্যার পর বাঘটি পালাতে শুরু করলে কে বা কারা বাঘটিকে পিটিয়ে হত্যা করে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নান্দাইলে যুবককে কুপিয়ে হত্যা
ইসরাইলি গণহত্যাকে সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র : হামাস
মাথায় গুলি চালিয়ে আনসার সদস্যের আত্মহত্যার অভিযোগ
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপি নেতা কারাগারে
X
Fresh