• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরের ডিসিকে হুমকি দিয়ে বেনামি চিঠি

গাজীপুর প্রতিনিধি

  ২২ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৪

‘আসন্ন ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে জেলা প্রশাসকের পরিবার পরিজন, আত্মীয়-স্বজন, স্থাবর-অস্থাবর সকল স্বার্থের উপর চরমভাবে আঘাত করা হবে।’

এরকম হুমকি দিয়ে শনিবার ডাকযোগে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরকে একটি বেনামি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘শতভাগ নিরপেক্ষ হয়ে যান। আপনার সকল কাজ পর্যবেক্ষণ করা হচ্ছে। এবার কৌশল পরিবর্তন করা হয়েছে। আপনারাই টার্গেট। আগামী ৩ দিনের মধ্যে শতভাগ নিরপেক্ষতা প্রমাণ করতে না পারলে অ্যাকশন।’

চিঠি পাবার পর জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীকে চিঠি দিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর আরটিভি অনলাইনকে বলেন, ‘এরকম বেনামী চিঠিতে আমরা মোটেও ভীত নই। এটি ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে।’

তিনি আশ্বস্ত করে বলেন, ‘একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও আইনানুগ নির্বাচন আয়োজনে গাজীপুর জেলা প্রশাসন সব আয়োজন করবে, যাতে ভোটারগণ নির্বিঘ্নে ভোট দিতে পারেন।’

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড
২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা
জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা
বিচার বিভাগে হস্তক্ষেপ : প্রধান বিচারপতিকে ইমরানের চিঠি
X
Fresh