• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাঙামাটিতে মেশিনগানসহ তিন অস্ত্র ব্যবসায়ী আটক

রাঙামাটি প্রতিনিধি

  ২২ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৬

রাঙামাটিতে মেশিনগান, সাব মেশিনগান ও কার্বাইনসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী।

শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরের বিলাইছড়ি পাড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বিশ্বজ্যোতি চাকমা ওরফে বাগানবাবু ওরফে(৫০), বিনয় ত্রিপুরা ওরফে সঞ্জয়(৪৩) এবং উল্যা প্রু মার্মা(৪৭)।

এসময় তাদের কাছ থেকে একটি মেশিনগান, একটি সাব কার্বাইন, চারটি মোবাইল সেট উদ্ধার করে যৌথবাহিনী। আটককৃত তিনজন সাবেক জেএসএস(শান্তিবাহিনীর) নেতা এবং পেশাদার অস্ত্র ব্যবসায়ী বলে জানান পুলিশ।

রাঙামাটি কোতোয়ালি থানার অফিস ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি আরটিভি অনলাইনকে জানান, যৌথবাহিনীর অভিযানে তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অভিযানের সময় কমপক্ষে আরও ১৫জন সন্ত্রাসী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন :

আরএস/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
ইউক্রেনে নতুন অস্ত্র-সরঞ্জাম পাঠানোর ঘোষণা বাইডেনের
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
X
Fresh