• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগের মিছিলে পেট্রোল বোমা হামলা, আহত ১

ময়মনসিংহ প্রতিনিধি

  ২২ ডিসেম্বর ২০১৮, ১০:৪০

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় আওয়ামী লীগের মিছিলে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মুক্তাগাছা পৌর বাস টার্মিনালের সামনে এ ঘটনা ঘটে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ মোল্লা জানান, হামলায় আনোয়ার হোসেন নামে এক যুবক আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার দুটি খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়া মিছিলকারীদের একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতকারীরা।

মুক্তাগাছা শহর আওয়ামী লীগের আহবায়ক আরব আলী বিএনপি ও জামায়াত-শিবিরকে দায়ি করে বলেন, শান্তিপূর্ণ মিছিলে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে তারা এ হামলা করেছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, রাত সাড়ে ৯টায় দিকে শহর আওয়ামী লীগের একটি মিছিল ত্রিমোহিনী নতুন বাজার এলাকার দিকে যাচ্ছিল। মিছিলটি পৌর বাস টার্মিনালের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ পেছন থেকে কয়েক দুর্বৃত্ত তাতে পেট্রোল বোমা হামলা চালায়। এ সময় তারা একটি মোটর সাইকেলেও আগুন দেয়। মুহূর্তে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভান।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
হিটলারের চেয়েও ভয়ংকর নেতানিয়াহু : কাদের
ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে যা বললেন রিজভী
X
Fresh