• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের টুলবক্স থেকে ৩০ কেজি সোনা উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ২১ ডিসেম্বর ২০১৮, ২০:৪৮

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা থেকে একটি মোটরসাইকেলের টুলবক্স থেকে ৩০ কেজি ১৫৫ গ্রাম সোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি-৬ ব্যাটেলিয়নের পরিচালক লে. কর্নেল ইমাম হাসান আরটিভি অনলাইনকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার বেলা ১১টায় বিজিবির বিশেষ টহল দল অভিযান চালিয়ে চোরাকারবারি এক মোটরসাইকেল আরোহীকে আটক করে বিজিবি। এসময় তার মোটরসাইকেলের টুল বক্স থেকে ২৬০ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩০ কেজি ১৫৫ গ্রাম এবং বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ১৪ কোটি টাকা।

আটক ব্যক্তি জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের মুনসুর আলীর ছেলে আনোয়ারুল ইসলাম (৩৪)।

লে. কর্নেল ইমাম বলেন, আটক সোনাগুলো ট্রেজারিতে জমা দেয়া হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরএস/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ 
তীব্র তাপপ্রবাহ, সতর্ক থাকতে মাইকিং
চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহ, হিট এলার্ট জারি
বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
X
Fresh