• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বাগেরহাটে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন, আটক ৩

বাগেরহাট প্রতিনিধি

  ২১ ডিসেম্বর ২০১৮, ১২:২২

বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুর ইউনিয়নে আওয়ামী লীগের একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার গভীর রাতে সোনাতুনিয়া বাসস্ট্যান্ড এলাকার ওই কার্যালয়টিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন, কাদের (৫০), মুজিবর (৪০) ও রেজাউল (৩৫)। শুক্রবার সকালে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উজলকুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আহাদ শেখ জানান, সোনাতুনিয়া বাসস্টান্ডে উজলকুড় ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের কার্যালয়টি বর্তমানে আওয়ামী লীগের নির্বাচনী অফিস হিসেবে ব্যবহার হচ্ছিল।

প্রতিদিনের মতো রাতে নেতাকর্মীরা অফিসটি বন্ধ করে বাড়িতে যায়। রাত বারোটার সময় দুর্বৃত্তরা অফিসটিতে অগ্নিসংযোগ করে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মোংলা থেকে ফায়ার সার্ভিস ও রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা আওয়ামী লীগের একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়। পুলিশ অভিযান চালিয়ে আগুন দেয়ার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই এলাকা থেকে তিনজনকে আটক করেছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির আরও এক নেতা বহিষ্কার
ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা
চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ৫ জুন
উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা
X
Fresh