• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফরিদপুরের জেলা প্রশাসককে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

স্টাফ রিপোর্টার, ফরিদপুর

  ২০ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৪

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়াকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে চিঠিতে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে এ বিষয়ে জানানোর পর জেলা প্রশাসক ঘটনাটি প্রকাশ করেন।

এর আগে বুধবার জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বেনামি চিঠিটি হাতে পান।

ডাকযোগে অজ্ঞাতনামা ব্যক্তির লেখা ওই চিঠিতে আসন্ন জাতীয় নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ না করলে জেলা প্রশাসক ও তার পরিবারের সদস্যদের জান-মালের ক্ষতি করার হুমকি দেয়া হয়েছে।

জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া জানান, খামের উপর গোপনীয় লেখা চিঠিটি অফিসের সিএ’র মাধ্যমে তার হাতে পৌঁছে। লাল ও সবুজ কালি দিয়ে লেখা চিঠিটি তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে। চিঠিতে তাকেসহ তার পরিবারের সদস্যদের ক্ষতিসাধন করা হবে মর্মে হুমকি দেয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, একই ধরনের চিঠি মাদারীপুর ও নোয়াখালীর জেলা প্রশাসককেও দেয়া হয়েছে বলে তিনি শুনেছেন। নির্বাচনের জেলা রিটার্নিং অফিসার হিসেবে এই চিঠিতে তিনি মোটেও বিচলিত নন। চিঠির নিচে লেখা রয়েছে ‘চলমান’। এ থেকে অনুধাবন করা যাচ্ছে আগামীতেই তাকে এ জাতীয় আরও হুমকিমূলক চিঠি দেয়া হতে পারে।

আরএস/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইভীর বিরুদ্ধে মামলার হুমকি হেফাজত নেতার 
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
শিল্পপতির সংসার ছাড়তে গরিবের মেয়ের সংবাদ সম্মেলন
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ১৫
X
Fresh