• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড অসম্ভব: রফিকুল

গাইবান্ধা প্রতিনিধি

  ২০ ডিসেম্বর ২০১৮, ১৬:১২

সবার জন্য শতভাগ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা নির্বাচন কমিশনের পক্ষে প্রায় অসম্ভব।

তবে নির্বাচনে অংশগ্রহণের জন্য সব দলের জন্য ও ভোটারদের জন্য লেভেল প্লেয়িং ফিন্ড নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, সারাদেশে নির্বাচনী প্রচার কাজে যে হামলার কথা বলা হচ্ছে, এ বিষয়ে যদি কেউ নির্বাচন কমিশনে অভিযোগ করে তখন নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন করেন।

গাইবান্ধা জেলা প্রশাসক সেবাষ্টিন রেমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার বি এস ব্রজেন্দ্র নাথ রায়।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
নিপুণের অর্থ লেনদেনের অডিও ফাঁস
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ডিপজলকে শোকজ
ইউপি নির্বাচনে এমপির হস্তক্ষেপের অভিযোগ, সুষ্ঠুভোট নিয়ে শঙ্কা 
X
Fresh