• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

শীত-বৃষ্টি উপেক্ষা করে প্রচারণায় মানবেন্দ্র দেব

গাজীপুর প্রতিনিধি

  ১৯ ডিসেম্বর ২০১৮, ১৪:১১

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে প্রচারণায় নেমেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী মানবেন্দ্র দেব।

গেলো দুদিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও শীত উপেক্ষা করে তিনি সকাল থেকে কাস্তে প্রতীকে ভোট প্রার্থনায় গণসংযোগ করেন।

তিনি কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের নিয়ে কাপাসিয়ার পানবড়াইদ গ্রাম, চাঁদপুর বাজার, নলিপলাশ এলাকায় গণসংযোগ করেন। ভিশন মুক্তিযুদ্ধ একাত্তরের কথা বলে তিনি কাস্তে মার্কায় ভোট চাইছেন।

তরুণ বামপন্থি রাজনীতিক মানবেন্দ্র দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকারের বিভিন্ন আন্দোলনে ভূমিকা রেখে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভের ঘটনায় কারাবন্দি হয়েছিলেন। পরে তিনি ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

মানবেন্দ্র দেব বলেন, কাপাসিয়ার লাল মাটির সন্তান হিসেবে এখানকার মানুষের পাশে থাকা আমার দায়িত্ব। তাই ভোটের মাঠে নেমেছি।

তিনি আরও বলেন, মানুষ নিরপেক্ষ ভোট প্রত্যাশা করছে। ভোট নিরপেক্ষভাবে হলে কাস্তে মার্কায় পক্ষেই মানুষ রায় দেবে।

জেবি/এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা প্রশাসনের আয়োজনে কাপাসিয়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
‘নতুন করে জনগণের পকেট কাটার উৎসব শুরু করেছে সরকার’
হাছান মাহমুদকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর অভিনন্দন
X
Fresh