• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ত্রিপুরা পল্লীতে এখনও লাগেনি ভোটের হাওয়া

সাইফুল মাহমুদ, সীতাকুণ্ড

  ১৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৫১

সীতাকুণ্ডের নয়টি ত্রিপুরা পল্লীতে এখনও লাগেনি ভোটের হাওয়া। ভোটের আগে সবাই আশ্বাস দেয় তাদের সমস্যাগুলো সমাধান করবে। কিন্তু ভোটের পর তাদের খবর কেউ রাখে না।

স্থায়ী বসবাসের স্থান না থাকায় ব্যক্তি মালিকানা জায়গায় বাৎসরিক খাজনা দিয়ে পাহাড়ের টিলায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে এ জনগোষ্ঠী। এমনকি নেই বিশুদ্ধ পানির সুবিধাও। পাহাড়ি ছড়া থেকে পানি সংগ্রহ করে চলে রান্না, গোসল ও খাওয়া-দাওয়া।

শিক্ষার জন্য এখানে নেই কোনও স্কুল। এখানে বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা সবই আছে কিন্তু নেই শুধু সরকারি কোনও ভাতা।

গতবছর একটি ত্রিপুরা পল্লীতে চিকিৎসার অভাবে হামে আক্রান্ত হয়ে নয়জন শিশুর মৃত্যু হয় ও অসংখ্য শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল।