• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মুন্সীগঞ্জে দিনদুপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ১৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৩

দিনদুপুরে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে মুন্সীগঞ্জের সদর উপজেলায় দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর একটার দিকে সিপাহিপাড়ার বল্লালবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ল্যাংড়া খসরু ও কানা সুমন। এই ঘটনায় র‌্যাব সদস্য মোকাররম হোসেন (৪৫) ও সাফায়াত (৩১) গুলিবিদ্ধ হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন আরটিভি অনলাইনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিপাহিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দুই র‌্যাব সদস্য আহত হয়। তাদেরকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল, পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। এ ঘটনায় ল্যাংড়া খসরু ও কানা সুমন নামের দুই সন্ত্রাসী নিহত হয়েছে।

নিহতদের কাছ থেকে দুটি পিস্তল ও বেশকিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বিমানবন্দরে প্রকৌশলী নিহত : সেই বাসচালক গ্রেপ্তার
ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে আটক ২০ 
মাদকের টাকার জন্য স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দিলেন স্বামী
X
Fresh